নতুন পরিবার পেলো শিশু জীম

Published: 28 Sep 2019 View: 1,539

গণ বিশ্ববিদ্যালয় (সাভার):

সাভারে অবস্থিত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ (গমেক) হাসপাতালে ফেলা যাওয়া ৭ মাসের প্রতিবন্ধী শিশু জীমের দায়িত্ব নিয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিল্টন সমাদ্দার ও মিঠুন হালদার দম্পতি। 



শনিবার (২০ জুলাই) সেরেব্রাল পালসিতে আক্রান্ত শিশু জীমের দায়িত্ব নেয় ঢাকায় অবস্থিত ওই আশ্রয়কেন্দ্রটি।

ওই দম্পতি বাংলানিউজকে বলেন, আশ্রয়কেন্দ্রটিতে বর্তমানে দু’জন প্রতিবন্ধী শিশু এবং ৫৯ জন বৃদ্ধ নারী-পুরুষ রয়েছেন। আমরা ২০১৪ সাল থেকে এ সংগঠনটি পরিচালনা করে আসছি। আমাদের নিজেদের আয়েই এটি পরিচালিত হয়। তবে অনেকেই সহযোগিতা করে থাকেন। শিশুটিকে আমরা আমাদের মেয়ে হিসেবে লালন-পালন করবো।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান, শিশু রেজিস্ট্রার ডা. মাহবুব জোবায়ের সোহাগ, ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অরুপ সরকার প্রমুখ।

হাসপাতালটির পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, জীম প্রতিবন্ধী হওয়ায় তাকে কোনো দম্পতি দত্তক নিতে চাচ্ছিল না। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পরে ওই দম্পতি আমাদের সঙ্গে যোগাযোগ করেন শিশুটির দায়িত্ব নেওয়ার কথা জানান। প্রত্যাশা করছি ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রয়কেন্দ্রে শিশুটি ভালো থাকবে।

জানা যায়, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন (মঙ্গলবার)। তার বাবার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনো তথ্য দেননি তার ‘মা’। হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই তাকে বেডে রেখে বেরিয়ে যান তিনি।

এরপর বাংলানিউজ গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) শিশুটিকে নিয়ে ‘৭ মাসের সন্তানকে হাসপাতালে ফেলে গেছেন ‘অভাবী মা’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত করে। এরপরেই সামাজিক মাধ্যম ফেসবুকে ওই প্রতিবেদন দেখে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী হন সংগঠনটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯


Watch Videos

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

25 Feb | Watch Video

দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.

25 Feb | Watch Video

৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.

25 Feb | Watch Video

Most Read
Watch Featured Videos

© Child And Old Age Care 2015-2025
Creating Document, Do not close this window...