আমরা জীবনে কতটুকো অর্জন করতে পেরেছি জানিনা। আদৌ আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বা হবে কিনা একমাত্র তিনিই ভালো জানেন। যেকোন মুহুর্তে মৃত্যু আমাদের আলিঙ্গন করতে পারে। আর মৃত্যুর পরে তো আমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র সদকাতুল জারিয়ার সওয়াব আমাদের আমল নামায় মৃত্যুর পরেও লেখা হবে। যেদিন কেউ কাউকে চিনবে না, মা-বাবা সন্তানদের চিনবে না, সন্তান মা-বাবাদের চিনবে না। আর এই সদকাতুল জারিয়াই হয়তো সেদিন আমার নাজাতের উসিলা হতে পারে ইনশা আল্লাহ।
তাই আমাদের প্রত্যেকের উচিৎ মৌলিক আমলের পাশাপাশি সদকাতুল জারিয়া আদায় করা। যেই আমলের সওয়াব আমার মৃত্যুর পরেও আমার আমলনামায় যোগ হবে।
আপনি আপনার সদকা আদায়ের জন্য চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রয়কৃত রাস্তায় পরে থাকা ৫শতাধিক অসহায়, অসুস্থ, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের জন্য স্থায়ী আবাসন প্রকল্প, মসজিদ প্রকল্পে দান করতে পারেন নিশ্চিন্তে। আপনাদের দেয়া এক একটি ইট কিংবা এক বস্তা সিমেন্ট অথবা এক টুকরো রড দানের মাধ্যমে গড়ে উঠবে একটি স্বপ্নের বাসবভন, কবরস্থান, একটি ইবাদতখানাসহ (মসজিদ) অন্যান্য কল্যাণ মূলক প্রকল্প।
বর্তমান সময়ে বাবা-মা বৃদ্ধ হলে পরিবার থেকে বঞ্চিত, অবহেলিত হয়ে রাস্তায় স্থান পায়। দীর্ঘদিন রাস্তায় পরে থেকে শারীরিক, মানসিকভাবে বিপর্যস্থ হয়ে মানুষগুলো অচল হয়ে যায়। এমন অসহায় ব্যক্তিদের মুখে দু মুঠো ভাত ও মাথার উপর একটি ছাদের জন্য মিলটন সমাদ্দার সাহেব শুরু করেন এ প্রকল্প। আশা করি এ প্রকল্পের মাধ্যমে শতাধিক মজলুম, অসহায়, অসুস্থ, অবহেলিত মানুষের মুখে হাসি ফুটবে। আর আপনাদের দানের মাধ্যমে বাস্তবায়ন হবে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের সকল কল্যাণমুলক প্রকল্পগুলো। আমাদের মৃত্যুর পরে হয়তো এই সামান্য দানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ্ ক্ষমা করে দিবেন। সেই সাথে শত শত অসহায় মানুষ আপনার দেয়া দানে ফিরে পাবে তার মৌলিক অধিকারগুলো (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা) একই সাথে গড়ে উঠবে একটি মসজিদ। যেখানে বসে আল্লাহর দরবারে কেউ যখন হাত তুলে তখন ঐ মানুষগুলোর জন্য বেশি বেশি দোয়া করে যেই মানুষগুলোর দান, সহযোগীতায় গড়ে উঠেছে মসজিদ।
আপনার সামর্থানুযায়ী একটি ইট দানের মাধ্যমেও এই দোয়ায় সামীল হতে পারেন, হতে পারেন আল্লাহর প্রিয় বান্দা ইনশা আল্লাহ। সুতরাং আপনার যাকাত-ফিতরা, সদকা এবং দান-সহযোগিতা করুন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পাঁচশতাধিক অভিভাবকহীন অসুস্থ প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের। আসুন আমরা সকলে মিলে আমাদের সাধ্যমত স্বেচ্ছা দানের মাধ্যমে অসহায় মানুষের দায়িত্বগ্রহণ করি।
+88 01622220222
+88 01633330333
------------------------------------
√√ সরাসরি বৃদ্ধাশ্রম ভিজিট করুন-
বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২১৬।
------------------------------------
Bkash- 01622220222 Merchant
Bkash- 01633330333 Merchant
Nagad-01622220222 Merchant
------------------------------------
Bkash- 01626555222 Personal
Bkash- 01615554444 Personal
------------------------------------
Nagad- 01626555222 Personal
Nagad- 01615554444 Personal
-------------------------------------
Rocket- 016155544446 Personal
Rocket- 016265552223 Personal
-------------------------------------
A/C No: 15011200000044. (Premier Bank) Shamoly Branch.
-----------------------------------------------------------------
A/C No: 4022788616324 (AB Bank) Begum Rokeya Sharani Branch.
-----------------------------------------------------------------