অর্থ সংকটে ভালো নেই বৃদ্ধাশ্রমে আশ্রীত অসহায়, অজ্ঞাত বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবন্ধী শিশুরা : সাধ্যমত দান সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন...
দেশের বৃহত্তম অজ্ঞাত, অসহায়, রাস্তায় পরে থাকা শরীরে ঘা-পচন ওয়ালা বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। এখানে বর্তমানে রাস্তায় পরে থাকা ১৩৫ জন অজ্ঞাত বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় দেয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। যাদের সবাই শারীরিক-মানসিক ভারসাম্যহীন, চলা-ফেরায় অক্ষম, অসুস্থ, প্যারালাইজড। অনেকরই শরীরে রয়েছে বড় বড় পচন, ক্ষত এবং পোকার বাসা। এছাড়াও রয়েছে ৩৫ জন অজ্ঞাত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা। এদের প্রায় সবাইই বিছানাগত এবং চলাফেরায় অক্ষম।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এই ১৭০ জন মানুষের সকল ধরনের মৌল-মানবিক চাহিদা পূরণ করছে পরম যত্নে। বৃদ্ধ এবং শিশুরা পাচ্ছে পারিবারিক স্নেহ, মমতা এবং ভালোবাসা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ঔষুধ, বিনোদনসহ কোনো কিছুতেই যেন ঘাটতি রাখেনি এই বিশাল পরিবারের আশ্রমটি। শুধুমাত্র এই পরিবার বঞ্চিত শারীরিক-মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর দেখা-শোনার জন্য এখানে সার্বক্ষণিক নিয়োজিত আছেন ৫৫ জন কর্মচারী। এই মহান কর্মযজ্ঞকে পরিচালনা করতে এই প্রতিষ্ঠানটি প্রতিমাসে ব্যয় করেন প্রায় ২৮ লক্ষ টাকা।
কিন্তু মূল্যস্ফিতির এই করুণ সময়ে একক মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির এত বড় ব্যয়ভার বহন করা পরিচালক মিলটন সমাদ্দারের পক্ষে একেবারেই সম্ভব নয়। শুধুমাত্র রাস্তার মানুষদের জন্যই নিজের সর্বস্য বিলিয়ে দিয়ে তিনি প্রতিমাসে তার আয়ের সবটুকু প্রায় ৫-৬ লক্ষ টাকা ব্যয় করেন এই প্রতিষ্ঠানটির জন্য। বর্তমানে হিমশিম খেতে হচ্ছে এই অসহায় মানুষগুলোর মুখে দু’মুঠো ভাত তুলে দিতে।
উল্লেখ্য চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে প্রতি বেলায় এখানে বসবাসকারী ১৭০ জন অভিভাবকহীন, অসুস্থ, প্রতিবন্ধী শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও ৫৫জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২২৫ জনের খাবারের প্রয়োজন। প্রতিদিন ৩ বেলায় প্রয়োজন ৬৭৫জনের খাবার। যে খাবার খরচ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য।
ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম সংকটে পরেছে ২৭৫ জনের মানুষের এই বিশাল পরিবারটি।
তাই আপনি আপনার সাধ্যমত দান-সহযোগিতা করলে ভালো থাকবে দেশের সকল প্রকার সুবিধা বঞ্চিত প্রায় দুই শতাধিক অভিভাবকহীন, অসুস্থ, প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারা।
√√ বিস্তারিত জানতে- Milton Samadder
------------------------------------
√√ সরাসরি বৃদ্ধাশ্রম ভিজিট করুন- Child & Old Age Care.
বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২১৬।
------------------------------------
√√ নগদ সহযোগিতা পাঠাতে- Child & Old Age Care.
Bkash- 01622220222 Merchant
Bkash- 01633330333 Merchant
Nagad-01622220222 Merchant
------------------------------------
Bkash- 01620555222 Personal
Bkash- 01626555222 Personal
Bkash- 01615554444 Personal
-------------------------------------
Nagad- 01620555222 Personal
Nagad- 01626555222 Personal
Nagad- 01615554444 Personal
-------------------------------------
Rocket- 016205552223 Personal
Rocket- 016265552223 Personal
Rocket- 016155544446 Personal
-------------------------------------
√√ ব্যাংক একাউন্ট বিস্তারিত তথ্য- Child & Old Age Care.
Routing Number: 235264303
Bank Address: Shyamoli Branch
-----------------------------------------------------------------
Child & Old Age Care Foundation.
Routing Number: 020264000
Bank Address: Rokeya Sarani Branch