চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমের নাম ব্যবহার করে চাঁদাবাজি

Published: 22 Oct 2020 View: 1,015

মিরপুরের চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের নাম ও নকল রশিদ ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আজ (শনিবার) বিকেলে সেই প্রতারক চক্রের একজনকে হাতে-নাতে আটক করে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কর্তৃপক্ষ। আজ সকালে নকল রশিদ নিয়ে টাকা তোলার সময় হাতেনাতে আটক হয় শরিফ নামের এক প্রতারক। সে পূর্ব শেওড়াপাড়া এলাকার আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে।
আটকের পর সে নিজেকে রাজিব, রাকিব, শরিফ পরিচয় দিয়েছে। তার কাছ থেকে বিভিন্ন নকল রশিদ উদ্ধার করাসহ আজ ১৩ হাজার টাকা উত্তোলন করেছে বলে জানা যায়।




চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্টাতা মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, 01682078530 (রাফি) 01978432677(শরিফ) 01648429718 (অজ্ঞাত)সহ অজ্ঞাত কিছু যুবক চাদা সংগ্রহ করছে বলে জানতে পেরে ৬ মাস আগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়রি করি। এ প্রতারক চক্র ইব্রাহীমপুর, মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা এলাকায় চক্র সক্রিয় অবস্থান নিয়ে আমার প্রতিষ্ঠানের বৃদ্ধ মা বাবাদের নাম ভাঙ্গিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এ বৃদ্ধাশ্রম কোনো বাসা বাড়ি, দোকান, বাজার, মহল্লা, রাস্তা থেকে চাদাবাজি বা দান সংগ্রহ করা হয়ে না। বা কোনো কর্মীকে কোনো প্রকার বাসা বাড়ি, দোকান, বাজার, মহল্লা, রাস্তা থেকে চাদাবাজি , দান- অনুদান, নগদ অর্থ, খাদ্য দ্রব্য সংগ্রহ করার ক্ষমতা দেয়া হয়েনি।

বার্তা বাজার/এস.আর


Watch Videos

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

25 Feb | Watch Video

দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.

25 Feb | Watch Video

৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.

25 Feb | Watch Video

Most Read
Watch Featured Videos

© Child And Old Age Care 2015-2025
Creating Document, Do not close this window...