উপদেষ্টা/সদস্য/ আজীবন সদস্য/স্বেচ্ছাসেবী প্রয়োজন।
নিবন্ধনঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদশে সমাজ কল্যান মন্ত্রনালয় সমাজসেবা অধদিফতর, ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা। নিবন্ধন নম্বরঃ ঢ-০৯৬৬১ (স্থাপিত-২০১৫)।
উক্ত সংগঠন/প্রতিষ্ঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে এবং মানব হিতৈষী সেবা গুলো সত্যিকারের অসহায় দুস্থ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের কাছে পৌছে দেয়ার লক্ষে সংগঠন /প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যোগ্য উপদেষ্টা/সদস্য/ আজীবন সদস্য/স্বেচ্ছাসেবী প্রয়োজন। উক্ত সংগঠনের গঠনতন্ত্র কার্যক্রম, লক্ষ, উদ্দেশ্য-বিবেচনা করিয়া উপদেষ্টা /সদস্য/ আজীবন সদস্য/স্বেচ্ছাসেবী সৎ মেধাবী পরিশ্রমি ব্যক্তি আবেদন করুন।
সংস্থার প্রধান কর্মসূচী/কার্যক্রমেরঃ
১.এলাকার দুস্থ ও বৃদ্ধ বৃদ্ধাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় বিনামূল্যে থাকা খাওয়া ও পুর্নবাসনের ব্যবস্থা করা।
২.বৃদ্ধ বৃদ্ধাদের বিনা খরচে পরিচর্যা, চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা।
৩.এতিম ও গরীব হারানো শিশু, পথ শিশু পুনর্বাসন এবং থাকা খাওয়া ও চিকিৎসা সেবা প্রদান করা।
৪.মানসিক প্রতিবন্ধি বয়স্ক শারীরিকভাবে অক্ষম ব্যাক্তিদের পুর্নবাসন কেন্দ্র ও শিশু কেন্দ্র স্থাপন করা।
৫.চিকিৎসা, সহায়তা, ঔষুধ ও চিকিৎসার দিক নির্দেশনা এবং স্বাস্থ্য সচেতনতা প্রদান করা।
৬.কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের স্বার্থে যৌথ্য ভাবে কার্যক্রম পরিচালনা করা।
৭.বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের হোম সার্ভিস এর মাধ্যমে সেবা প্রদান করা।
৮.বৃদ্ধ এবং বৃদ্ধাদের খাবার সরবরাহ করা হয়।
৯.বৃদ্ধ এবং বৃদ্ধাদের পেশাক সরবরাহ করা হয়।
১০.বৃদ্ধ এবং বৃদ্ধাদের চিকিৎসা সেবা ও ঔষুধ সরবরাহ করা হয়।
১১.বৃদ্ধ এবং বৃদ্ধাদের বিনোদনের ব্যবস্থা করা হয়।
১২.পথ শিশুদের জন্য সেল্টার হোম ব্যবস্থা করা।
১৩.নিজস্ব জমি ক্রয় করে বৃহৎ আকারে বৃদ্ধা আশ্রম স্থাপন করা।
১৪. পথ শিশুদের জন্য স্কুল /কলেজ স্থাপন করা।
১৫.পথ শিশু, বৃদ্ধ ও বৃদ্ধাদের বিনোদনের জন্য খেলার মাঠ স্থাপন করা।
কার্য়ক্রম সমূহের সম্ভাব্যমান প্রয়োজনীতা এলাকার কল্যানে নিম্ন লিখিত অবদান রাখবেঃ
১.মা শিশুর স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করা এবং আর্থিক সাহায্য প্রদান করা।
২.এলাকার অবহেলিত দুঃস্থ, সুবিধাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠির সু-চিকিৎসা এবং দারিদ্রতা নিরসনে সহায়তা করা।
৩.নিরক্ষতা দূরীকরন ও জীবন ভিত্তিক শিক্ষার জন্য শিশু, প্রাপ্ত বয়স্ক ও অসামর্থ ব্যাক্তদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন এবং পুনর্বাসন কার্যক্রমের ব্যবস্থা করা।
৪.মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন প্রচার মাধ্যাম পত্র পত্রিকা, সাময়িকা, বেতার, টিভিতে কথিকা, সাক্ষাৎকার ইত্যাদি প্রচারের ব্যবস্থা করা।
৫.ক্যান্সার ও এইড্স প্রতিরোধে কার্যক্রম গ্রহন ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা।
৬.প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানবতা সেবা দান ও পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করে সরকারের সাথে সহযোগীতা করা।
৭.এতিম ও গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরনসহ আর্থিক সাহায্য প্রদান করা।
৮.সমাজের বাল্য বিবাহ, বহু বিবাহ ও নারী নির্যাতনরোধসহ যৌতুক প্রথা উচ্ছেদ করার বিষয়ে জনগনকে সচেতন করা। নির্যাতন, তালাকপ্রাপ্ত, অসহায় সম্বলহীন নারীদের পাশে থেকে সহযোগীতা প্রদান করা, তাদের অর্থ-সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
৯.বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং মানসিক প্রতিবন্ধিদের জন্য পুনর্বাসন কেন্দ্র ও শিশু কেন্দ্র স্থাপন করা।
১০.মাদকের কুফল ও অপব্যবহার সম্পর্কে জনগনকে সচেতন করা এবং পুনর্বাসন করা।
১১.অসহায় দুস্থদের হস্থশিল্প প্রশিক্ষনের মাধ্যমে উপার্যনক্ষম করা।
১২.দুস্থ ও বিধবা মহিলাদের উপার্জনের জন্য সেলাই মেশিন, হাস-মুরগী, ছাগল ইত্যাদি সরবরাহ করা।
১৩.ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাৎসরিক বনভোজনের ব্যবস্থা করা।
১৪.কন্যাদায় গ্রস্থ পিতাকে সহায়তা দান, মৃতের সৎকারের ব্যবস্থা করা।
১৫. অসহায় দুঃস্তদের মাঝে শীত বস্ত্র প্রদান এবং পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উৎযাপনে খাদ্য সামগ্রী অথবা আর্থিক সহায়তা প্রদান।
সংগঠনের এলাকাঃ সমগ্র ঢাকা জেলা।
সদস্য পদ এবং সদস্যপদের যোগ্যতাঃ
প্রাপ্ত বয়স্ক ১৮ বছরের উর্ধ্বে, সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি আস্থাশীল এবং সংগঠনের গঠনতন্ত্র মেনে চলতে সম্মত এমন বাংলাদেশী নাগরিক এ সংগঠনের সাধারণ সদস্য পদের জন্য যোগ্য বলে গণ্য হবেন।
সদস্য ভর্তির নিয়ামবলিঃ
১. সংগঠন কর্তৃক নির্ধারিত আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে ৫০০/-(পাঁচশত) টাকা ভর্তি ফিসহ সভাপতি/সাধারন সম্পাদক বরাবর জমা দিতে হবে।
২. কার্যকরি পরিশদের সভায় গৃহীত প্রস্তাব আনুযায়ী সদস্যপদের আবেদন পত্র মনজুর খারিজ হবে।
৩. মাসিক চাঁদা সর্বনিম্ন ১০০/-(একশত) টাকা সহ হিসাবে পরিশোধ করতে হবে।
৪. মহাসচিব জমাকৃত আবেদন পত্র অনুমোদনের জন্য কার্যনিবার্হী পরিশদের সভায় পেষ করবেন এবং অনুমোদন সাপেক্ষে সদস্য খাতায় লিপি বদ্ধ করবেন।
আবেদনের জন্য প্রয়োজনঃ
আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা ১ কপি ছবি, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার আপনার প্রদত্ত তথ্য সমূহ ফেসবুক পেইজ মেসেঞ্জার এবং নিম্নের ই-মেইলে পাঠান অথবা সরাসরি এসে জমা প্রদান করুন।
বিস্তারিত জানতে এবং নগদ চাঁদা সহযোগিতা পাঠাতে -
+৮৮ ০১৬২০ ৫৫৫ ২২২(বিকাশ),
+৮৮ ০১৬২৬ ৫৫৫ ২২২(বিকাশ)
টেলিফোনঃ ০২-৫৮০৫০৬৮০
ই-মেইলঃ child.oldagecare@gmail.com
ওয়েবঃ www.childandoldagecare.org
ব্যাংক একাউন্ট নামঃ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার "
একাউন্ট - ১৫০১১২০০০০০০৪৪ প্রিমিয়ার ব্যাংক (শ্যামলী ব্রাঞ্চ)
সরাসরি ভিজিট করুন করতে পারেন নিম্ন ঠিকানায়ঃ
✔✔ বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইপাড়া, কল্ল্যানপুর, মিরপুর, ঢাকা ১২১৬। (প্রত্যাশা বেকারীর পিছনে)
✔✔ অফিস -হাউস#৬২/২,প্রধান সড়ক, কল্যানপুর, মিরপুর , ঢাকা ১২০৭, । (কল্যাণপুর গালস স্কুল এন্ড কলেজ এর পাশে)
আবাসন নির্মানকাজ সম্পন্ন করতে প্রয়োজন সহযোগিতা
28 Nov | Watch Video
যেখানে খালি হাতে ফিরেনা কেউ
28 Nov | Watch Video
প্রধান শিক্ষকের ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে
28 Nov | Watch Video
প্রতিবন্ধী শিশুদের আবাসন নির্মাণ প্রকল্প
28 Nov | Watch Video
আপনার ১০ টাকা দানে ভালো থাকবে এই অসহায় বৃদ্ধ বাবা মায়েরা
28 Nov | Watch Video