ফেসবুকে সংগৃহীত অর্থায়নে যমুনা চরাঞ্চলে
বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ’ পরিবার পেল ত্রাণ সহায়তা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের ছবি আপলোড দিয়ে সাহায্যের আর্তি জানিয়ে সংগৃহীত অর্থ ও চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের সার্বিক সহযোগিতায় যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালী, এনায়েতপুর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার প্রায় ৫শ বন্যা কবলিত পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দ্বাদশপট্রি মোড়ে ফেসবুক আইকন সমাজ কর্মী মামুন বিশ্বাসের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে চাইন্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিলটন সমাদ্দার, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান ও সাংবাদিক মুক্তার হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তর ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রফিক মোল্লা।
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!
25 Feb | Watch Video
দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.
25 Feb | Watch Video
৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.
25 Feb | Watch Video