প্রবীন হিতৈষী জাতীয় সম্মাননা পুরস্কার পেলেন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার...
“চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” দাতব্য প্রতিষ্ঠানটি ২০ অক্টোবর, ২০১৪ ইং যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার প্রবীনদের পূনর্বাসনের লক্ষে “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” নামে একটি পূনর্বাসন কেন্দ্র গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি দীর্ঘ পথচলার মাধ্যমে ১৪৭ জন বৃদ্ধ এবং ৫ জন প্রতিবন্ধী শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বিনোদনসহ পূর্ন কার্যক্রম পরিচালনা করেছেন। এই বৃদ্ধ-বৃদ্ধা মৃত ব্যক্তিদের কবরস্থ করা, গরীব, অসহায়, দুস্থ্যদের মৃত্যুদেহ বিনামূ্ল্যে পৌঁছে দেয়া, দূর্যোগ মোকাবেলায় ত্রান সহযোগিতা, গরীব, অসহায়, দুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, পথ শিশুদের খাবার প্রদান, এতিম শিশুদের খাদ্য সামগ্রী সরবরাহ করা, গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন বিতরন, বেতন-ভাতা পরিশোধ, গরীব বিবাহযোগ্য মেয়ের বিয়ের ব্যায় বহন করাসহ সমাজের নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
আন্তর্জাতিক প্রবীন দিবস-২০১৯ ইং উপলক্ষে প্রবীন সেবায় স্বীকৃতি স্বরুপ প্রবীন হিতৈষী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার”। বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়, সমাজ সেবা অধিদপ্তর, সংশ্লিষ্ট জাতীয় সংগঠন গুলোর উদ্যোগে ০১ অক্টোবর-২০১৯ ইং প্রবীন হিতৈষী #সম্মাননা #মমতাময় #মমতাময়ী জাতীয় পুরস্কার প্রদান করে।
#আন্তর্জাতিক প্রবীন দিবস-২০১৯ ইং উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রনালয়, সমাজ সেবা অধিদপ্তর আগারগাঁও, ঢাকা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীন জনগোষ্ঠীর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে, বিশেষভাবে সততার জন্য সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত সম্মাননা পুরুস্কার অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহন করেন “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” এর প্রতিষ্ঠাতা- মিলটন সমাদ্দার, সাধারণ সম্পাদক- মিঠু হালদার, প্রধান উপদেষ্ঠা-আকাশ আহম্মেদ, কোষাধ্যক্ষ- কিশোর বালা সহ উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
বিস্তারিত জানতে নিচের নাম্বারগুলো ব্যবহার করুন -
০১৬২০ ৫৫৫ ২২২, ০১৬২৬ ৫৫৫ ২২২, ০১৬১৫ ৫৫৪ ৪৪৪
ইমেইল - child.oldagecare@gmail.com
সরাসরি ভিজিট করতে পারেন নিম্ন ঠিকানায়ঃ
✔ ✔ বৃদ্ধাশ্রম –হাউস # ৪৬২, রোড # ০৮ দক্ষিণ পাইকপাড়া, কল্যানপুর, মিরপুর, ঢাকা ১২১৬। ( প্রত্যাশা বেকারীর পিছনে ) ।
✔ ✔ অফিস -হাউস#৬২/২,প্রধান সড়ক, কল্যানপুর, মিরপুর , ঢাকা ১২০৭। ( কল্যাণপুর গালস স্কুল এন্ড কলেজ এর পাশে )
✔ ✔ বিস্তারিত জানতে ভিজিটর করুন প্রতিষ্ঠানের ওয়েবসাইট -
https://www.childandoldagecare.org
https://childandoldagecare.org/donate
ফেইসবুক শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটি জন্য দোয়া করবেন, আগামী দিন গুলো সততার সাথে আপনার সকলের ভালোবাসা সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারে।
প্রার্থনা প্রার্থী - Milton Samadder সহ Child & Old Age Care.পরিবার!
বিঃ দ্রঃ আপনার আদেশ উপদেশ পরামর্শ আমাদের এই কার্যক্রমের সেবা প্রদানে আমাদের দারুনভাবে অনুপ্রানীত করবে।
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!
25 Feb | Watch Video
দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.
25 Feb | Watch Video
৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.
25 Feb | Watch Video