হাজেরা বেগম। বয়স ১শ’ছুঁই ছুঁই। রাজধানীর ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় তাকে দিয়ে ভিক্ষা করাতো তারই বড় মেয়ে। শুধু তাই ই নয়, ভিক্ষা করতে রাজি না হলে চালানো হতো নির্যাতন। বিকেলে এমনটিই খবর আসে মিরপুরের চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কর্তৃপক্ষের কাছে। সন্ধ্যায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা ওই বৃদ্ধা মহিলাকে।
জানা যায়, প্রতিদিন সকালে ভিক্ষার জন্য হাজেরা বেগমকে তারই বড় মেয়ে ধানমন্ডির সোবাহানবাগ তেহেরী ঘরের সামনে বসিয়ে রেখে যায়। সারাদিন যা টাকা জমা হয় সন্ধ্যায় ভাগাভাগি করে নেয় তার মেয়েসহ একটি প্রতারক চক্র।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, হাজেরা বেগমের তিন সন্তান। দুই মেয়ে ও এক ছেলে। এর মধ্যে বড় মেয়ে ওনাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করায়। আমরা স্থানীয় এক বোনের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছি। যতদিন বেঁচে থাকবেন আমাদের কাছেই থাকবেন। আমরা ওনার সকল ভরণ-পোষণ করবো। আর যদি তার মেয়ে বা ছেলে আসে তাহলে ভাল করে যাচাই-বাছাই করে, মাকে ভাল রাখবে এমন মুছলেকা নিয়ে তারপর দিবো।
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!
25 Feb | Watch Video
দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.
25 Feb | Watch Video
৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.
25 Feb | Watch Video