একটু সহযোগিতা, একটু ভালোবাসা প্রয়োজন ...
আমার আপনার আমাদের একটু ভালোবাসায় একটু সহযোগিতায় সন্তান পরিবারহীন অসহায় অসুস্থ বৃদ্ধ ব্যক্তির জীবনের শেষ দিন গুলো হতে পারে একটু আরামদায়ক।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানটি থেকে দীর্ঘ ৩ বছর যাবত অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধা ব্যক্তিদের সেবা/পরিচর্যা প্রদান করে আসছে। উক্ত প্রতিস্ঠান একটি মান সম্পন্ন বৃদ্ধআশ্রয় কেন্দ্র পরিচালনা সহ ৭০ জন অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধা ব্যক্তিদের আশ্রয় সেবা/পরিচর্যা করেছেন। বর্তমানে ৩৫ জন অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধা ব্যক্তি এখানে আশ্রয় আছে। সেই সাথে আশ্রয় কেন্দ্রে ৫৫ (চল্লিশ) জন অসহায় অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা,বস্ত্র, বিনোদন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে।
এই সকল অসহায় বৃদ্ধ/বৃদ্ধাদের পরিবার পরিজন নেই, এদের কেহ থাকতো রাস্তায়, মাজারে, কেউ বা বস্তির কুঁড়ে ঘরে। এরা বিভিন্ন বার্ধক্য জনিত কঠিন রোগে আক্রান্ত। আমরা মনে করি এই সকল বৃদ্ধ/বৃদ্ধাকে প্রতিপালন করা আমার/আমাদের দায়িত্ব।
বৃদ্ধ বয়সে মানুষের জীবনে কঠিন সময় পার করতে হয়ে, এই সময় যদি পরিবার সন্তান অভিভাবক না থাকে, সে অসুস্থ হয়ে পরে তাহলে জীবন যন্ত্রনাদায়ক হয়ে উঠে। সেই যন্ত্রনা কষ্ট আপনার সামান্য সহয়োগিতা কমতে পারে এবং কিছু অসহায় অসুস্থ বৃদ্ধদের শেষ দিন গুলো একটু আরামদায়ক হতে পারে।
আসুন পরিবার পরিজনহীন বৃদ্ধ অসহায় অসুস্থ মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং বিনোদন সহ অসহায় রাস্তায় পরে থাকা মানুষের পাশে দাড়াই।
আপনি নিজে এসে দেখে অসহায় বৃদ্ধদের সাথে কথা বলে বুঝে তার পরে (একটু) সামান্য সহযোগিতা করুন।
যে যা পারেন তাই নিয়ে সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। যদি আপনি সহযোগিতা করেন তবে ভালো ভাবে বেঁচে থাকবে কিছু সংখক বৃদ্ধ অসুস্থ মানুষ।
বিঃ দ্রঃ আপনার আদেশ উপদেশ পরামর্শ আমাদের অনুপ্রানীত করবে।
আবাসন নির্মানকাজ সম্পন্ন করতে প্রয়োজন সহযোগিতা
28 Nov | Watch Video
যেখানে খালি হাতে ফিরেনা কেউ
28 Nov | Watch Video
প্রধান শিক্ষকের ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে
28 Nov | Watch Video
প্রতিবন্ধী শিশুদের আবাসন নির্মাণ প্রকল্প
28 Nov | Watch Video
আপনার ১০ টাকা দানে ভালো থাকবে এই অসহায় বৃদ্ধ বাবা মায়েরা
28 Nov | Watch Video