মিরপুরে আশ্রমের ৭৩ জন বৃদ্ধর পাশে র‌্যাব

Published: 24 Oct 2020 View: 987

রাজধানীর মিরপুর এলাকার চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমে বাস করা ৭৩ জন বয়স্ক মা-বাবাকে খাদ্য সামগ্রী দিয়েছেন ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ্যাব- এর কমান্ডিং অফিসার (সি.) অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক।

 



আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজেই এই খাদ্য সহয়তা প্রদান করেন।

 

জানা গেছে, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রিত পরিচয়হীন অসুস্থ ৭৩ জন বৃদ্ধ বাবা-মা শিশুদের দেখতে যান সি. মোজাম্মেল হক।

 

চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানসহ এখানে  বসবাসরত অভিভাবকহীন পরিচহীন অসুস্থ ৭৩ জন বৃদ্ধ বাবা মা শিশুদের খোঁজ খবর নেন এবং ১২০ কেজি চাল, ২৫ কেজি ডাল, ১০ লিটার তেল, আলু ৫০ কেজি, চিনি ২৫ কেজি দেওয়া হয়। পরবর্তীতে সর্বদা চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারকে নজরদারিতে রাখা, আইনী যে কোনো সহযোগীতা করাসহ ্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ্যাব- পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন।

 

সেখানে বসবাসরত অসুস্থ ৭৩ জন বৃদ্ধ বাবা মা শিশুদের দেখে কর্মকর্তা সদস্যরা আবেগে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।

 


Watch Videos

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

25 Feb | Watch Video

দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.

25 Feb | Watch Video

৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.

25 Feb | Watch Video

Most Read
Watch Featured Videos

© Child And Old Age Care 2015-2025
Creating Document, Do not close this window...