সার্চ প্রোগ্রাম

Published: 16 Jun 2019 View: 41,684

মহাবিশ্বের মহান আল্লাহর (ঈশ্বর) এর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ...




আগামী ০৫/১০/২০১৮ ইং তারিখ রোজ শুক্রবার সারাদিন ব্যাপী সন্তানহীন অভিভাবকহীন পরিচয়হীন অসহায় অসুস্থ, শরীরের পচন, ক্ষত দুর্গন্ধ নিয়ে রাস্তা, ময়লার ডাস্টবিনে পরে থাকা বৃদ্ধদের ঢাকার শহরের বিভিন্ন স্থান থেকে খুঁজে বের করে তুলে এনে আশ্রয়ের ব্যবস্থা করবো।


ধর্মীয় শিক্ষা, মানবিক মুল্যবোধ, বিবেক বিবেচনা, নিজ আত্মার শান্তি,দায়িত্ববোধ, রাষ্ট্র, সমাজ, এর পক্ষে দায়বদ্ধতা থেকে আপনিও আমাদের উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।

কার্যক্রমকে সফল করার লক্ষ্যে ০৫/১০/২০১৮ইং রোজ শুক্রবারে সকাল ৮:৩০ মিনিটের মধ্যে উক্ত আশ্রয় কেন্দ্রে নিজে উপস্থিত থেকে অসহায় বৃদ্ধদের পুনর্বাসন সহ সার্চ প্রোগ্রাম অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করুন ...

                                                 কেন প্রোগ্রামে আসবে?

১/ ঐ সকল বৃদ্ধরাও মানুষ, হতে পারতো আমাদের জন্মদাতা পিতামাতা বা প্রিয়জন।

২/ তাদেরও খাদ্য বাসস্থান বস্ত্র চিকিৎসা ওষুধ এর প্রয়োজন, জীবনের শেষ দিন গুলো একটু ভালভাবে সুখ শান্তি আরামে কাটা‌নোর অধিকার আছে।

৩/ আমার আপনার অবহেলায়, রাস্তা রোদ বৃষ্টি ধুলা বালি মধ্যে রাস্তা পাশে অথবা ময়লার দুর্গন্ধময় ডাস্টবিনে অসহায় অসুস্থ বৃদ্ধ মানুষ পরে থাকে,যা আমার আপনার রাষ্ট্র সমাজের জন্য খুবই লজ্জাকর কষ্টদায়ক।

৪/ রাষ্ট্রের সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করা আমার আপনার নিজ দায়িত্ব তা ভুলে গেলে চলবে না।

৫/ ধর্মীয় নীতিমালা অনুযায়ী আমার আপনার ধন/অর্থসম্পদ শারীরিক শক্তি সামর্থ্য ক্ষমতা যত কিছু রয়েছে, তাতে অসহায় দরিদ্র মানুষের হক/ভাগ রয়েছে তাই আমাদের নিজ সামর্থ্য ও অবস্থান অনুয়ায়ী তাদের জন্য সহযোগিতা করতে হবে।

৬/ রাস্তা পাশে ও ময়লার দুর্গন্ধময় ডাস্টবিনে, শরীরের ক্ষত পচন পায়খানা প্রসাব দুর্গন্ধ (হিংস্র পশু পোকামাকড়) কামড় নিয়ে পরে থাকা বৃদ্ধদের জন্য রাস্তা চলাকালীন পথচারী এবং যানবাহনের যাত্রীদের চলাচলের সমস্যা সৃ‌ষ্টি করা সহ বৃদ্ধদের শরীরের দীর্ঘ দিন ধরে বহন করা বিভিন্ন ছোঁয়াছে রোগ পথচারী মানুষের মধ্যে ছড়ায়, যা রাষ্ট্র সমাজের প্রতিটি মানুষের জন্য ক্ষতিকার।

                                        অংশগ্রহণ কেন করবেন?

১/ সন্তানহীন অভিভাবকহীন পরিচয়হীন অসহায় অসুস্থ, শরীরের পচন, ক্ষত দুর্গন্ধময় বৃদ্ধদের খুঁজে বের করে উক্ত আশ্রয় কেন্দ্রের নিয়ে আসার কার্যক্রমে আপনি সরাসরি অংশ গ্রহণ করে আমাদের সাথে সহযোগিতা করুন ।

২/ আপনার বসবাসরোত এলাকায়/মহলায় সন্তানহীন অভিভাবকহীন অসহায় বৃদ্ধ রাস্তা বা ডাস্টবিনে পরে থাকতে দেখলে আমাদের সাথে যোগাযোগ করুন।

এছাড়াও নিম্নে লিখেত সহযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন , যেমনঃ

৩/ এম্বুলেন্স সার্ভিসের ভাড়া, যাতায়াত যানবাহন খরচের (নগদ অর্থের) একটি অংশ সহযোগিতা করতে পারেন।

৪/ উক্ত কার্যক্রমের দিন আমাদের এবং কার্যক্রমের অংশ গ্রহণের সহযোগি সঙ্গীদের এক বেলা খাবারের ব্যবস্থা করতে পারেন।

৫/ বিনামূল্যে আমাদের কার্যক্রমকে মানুষের কাছে টিভি রেডিও প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিকতার মাধ্যমে পৌঁছে নিয়ে সহযোগিতা করতে পারেন।

৬/ প্রয়োজনীয় চিকিৎসা পত্র বা জরুরী চিকিৎসা সেবা, ওষুধ দিয়ে সহযোগিতা করতে পারেন।

৭/ কিছু বস্ত্র/কাপড় দিয়ে সহযোগিতা করতে পারেন।

৮/ এছাড়াও উক্ত আশ্রয় কেন্দ্রের বসবাসরত অভিভাবকহীন অসুস্থ বৃদ্ধদের খরচ বিবেচনা করে আপনার সাধ্যমত নগদ অর্থ সহযোগিতা করুন।

কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিস্তারিত জানতে এবং আপনার পরামর্শ মতামত ও সহযোগিতা করতে যোগাযোগ করুন -

+৮৮ ০১৬২০ ৫৫৫ ২২২(বিকাশ),
+৮৮ ০১৬২৬ ৫৫৫ ২২২(বিকাশ)

ব্যাংক একাউন্ট নামঃ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার "
একাউন্ট - ১৫০১১২০০০০০০৪৪ প্রিমিয়ার ব্যাংক (শ্যামলী ব্রাঞ্চ)

সরাসরি ভিজিট করুন নিম্ন ঠিকানায়ঃ

 বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইপাড়া, কল্ল্যানপুর, মিরপুর, ঢাকা ১২১৬। (প্রত্যাশা বেকারীর পিছনে)

 অফিস -হাউস#৬২/২,প্রধান সড়ক, কল্যানপুর, মিরপুর , ঢাকা ১২০৭, । (কল্যাণপুর গালস স্কুল এন্ড কলেজ এর পাশে)

টেলিফোনঃ০২-৫৮০৫০৬৮০


Watch Videos

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!

25 Feb | Watch Video

দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই

25 Feb | Watch Video

তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.

25 Feb | Watch Video

৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.

25 Feb | Watch Video

Most Read
Watch Featured Videos

© Child And Old Age Care 2015-2025
Creating Document, Do not close this window...