ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় ফরমে নামের ঘরে লেখা ছিল ‘অজানা’। গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হওয়া আবদুর রহমানের পরিচয় কিংবা স্বজনদের পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন কে বা কারা ৭০ বছরের বেশি বয়সী এই রোগীকে হাসপাতালে রেখে যায়। গতকাল সোমবার রাতে আবদুর রহমানকে আশ্রয় দিয়েছে ঢাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার।
আবদুর রহমানকে নিয়ে ১৬ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইনে ‘হাসপাতালের নথিতে আবদুর রহমান “অজানা” রোগী’ শিরোনামে একটি প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। পরদিন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিলটন সামাদ্দার প্রথম আলোর ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘পরিচয়হীন বৃদ্ধ রোগীর দায়িত্ব নেবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার।’ অবশেষে গতকাল রাতে সব প্রক্রিয়া শেষ করে আবদুর রহমানকে মিরপুরের বৃদ্ধাশ্রমে নিয়ে যান মিলটন সামাদ্দার।