সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছাত্রাবাসের সামনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে রাজধানীর মিরপুরে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পাঠানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের সার্বিক সহযোগিতায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই নারীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরানো হয়। পরে বিকেল ৪টার দিকে গবি শিক্ষার্থী রিয়াজুল ও মেহেদী তাকে অ্যাম্বুলেন্সে করে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছে দেন।
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের পরিচালক মিল্টন সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানেই ওই নারীর পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জানা যায়, চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই নারীকে গবির ছাত্রাবাস-৩ এর সামনে দেখা যাচ্ছে। কয়েকদিন আগে গবির সাবেক শিক্ষার্থী ডা. এড্রিক বেকার ও মানবকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরুপ সরকার ওই নারীকে অসহায় অবস্থায় দেখে নাম-পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হন।
এরপর তারা ওই নারীর নিরাপদ আশ্রয়ের জন্য রাজধানীর মিরপুরে অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওই নারীর দায়িত্ব নিতে সম্মতি জানান।
পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ!
25 Feb | Watch Video
দেশের বৃহত্তম আশ্রম এখন হিমশিমে!
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে দেশের বৃহত্তম আশ্রম! এগিয়ে আসুন সবাই
25 Feb | Watch Video
তৈরি হচ্ছে ৭০০ মানুষের আশ্রয় কেন্দ্র! || Child & Old Age Care.
25 Feb | Watch Video
৭০ হাজার মানুষেরে পাশে দাঁড়িয়েছে Child & Old Age Care.
25 Feb | Watch Video